দিল্লি বিধানসভা নির্বাচনের উত্তাপ শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাত্ শুক্রবার দিল্লির AAP সরকার ও অরবিন্দ কেজরিওয়ালকে ব্যাপক আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায়, 'এই AAP, এই AAPDA, দিল্লির উপর এসেছে। দিল্লির প্রতিটি ভোটার বলছেন, আপ-দ সহ্য করব না।'