রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত নয়া রেলসেতুর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। ১৯১৪ সালে পুরনো পমবন সেতুটি তৈরি করেছিল ব্রিটিশ সরকার। ২০১৯ সালে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পুরনো পমবন সেতুর পাশেই নতুন সেতুটি তৈরি হয়েছে। জাহাজকে পথ করে দেওয়ার জন্য উপরে উঠে যায় এই সেতু।