গেমিং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি গেমিং শিল্পের প্রভাবশালী এবং ই-স্পোর্টস অ্যাথলেট নমন মাথুর, অনিমেষ আগরওয়াল, মিথিলেশ পাটাঙ্কর, পায়েল ধরে, আংশু বিষ্ট, তীর্থ মেহতা এবং গণেশ গঙ্গাধরের সঙ্গে গেমিং শিল্প নিয়ে আলোচনা করেছেন। মোদী বলেন, গেমিং শিল্পকে রেগুলেট করার দরকার নেই। এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি আলোচনার সময় প্রধানমন্ত্রী মোদী নিজে গেমও খেলেন।