স্বরাষ্ট্র মন্ত্রক এবং সহযোগিতা মন্ত্রকের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। ভারসাম্যের ক্যাবিনেট হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রক নিজেদের হাতেই রাখল BJP। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ, এই চারটি মন্ত্রকে মন্ত্রী অপরিবর্তিত। একই সঙ্গে সড়ক ও পরিবহণ মন্ত্রকেও পুনর্বহাল করা হয়েছে নিতিন গড়করিকেই। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক ও সহযোগিতা মন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ।