'এমন রাজনৈতিক দল রয়েছে, যারা ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে। তাদের মুখোশ জনতার সামনে খুলে দিতে হবে।' নাম না করেই অনুপ্রবেশ ইস্যুতে TMC-কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে আজ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিহারের জনপ্রিয় নেতা নিতিন নবীন। আর তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েই দল থেকে শুরু করে দেশের নানাবিধ সমস্যা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। আর বক্তব্যের একদম শেষে এসে তিনি অনুপ্রবেশকারী ইস্যু তোলন। তিনি বলেন, 'এই সময় দেশের জনগণের জন্য অনুপ্রবেশকারীরা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ায় ধনী দেশ, সামর্থ থাকা দেশেরাও নিজেদের দেশে উপস্থিত অনুপ্রবেশকারীদের নিয়ে তদন্ত চালাচ্ছে। ধরে ধরে তাদের বের করছে। বিশ্ব ওদের প্রশ্ন করে না যে তোমরা তো অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছ, তোমরা তো গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে ঘোরো, তোমরা তো দুনিয়ার নবাব হয়েছিলে, এখন বের করে দিচ্ছ কেন?'