আবারও পহেলগাঁও নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসিক আকাশবাণী অনুষ্ঠান মন কি বাত-এ তিনি বললেন,'আক্রান্তরা সুবিচার পাবেন। দোষী ও ষড়যন্ত্রীদের কঠোর জবাব দেওয়া হবে'। তিনি বলেন,'কাশ্মীর স্বাভাবিক হচ্ছিল। মজবুত হচ্ছিল গণতন্ত্র। বাড়ছিল পর্যটকের সংখ্যা। জম্মু-কাশ্মীরের শত্রুদের সেটা ভালো লাগেনি। তারা কাশ্মীরকে ধ্বংস করতে চেয়েছিল। দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে'।