প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ। শুক্রবার সঙ্গমে পৌঁছে কুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। মোদী বলেন,'এখানে দিনরাত এক করে কাজ করা কর্মী ও সাফাইকর্মীদের অভিনন্দন জানাই। বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানে অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে সকলের। এটা কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপনের প্রতীক নয়, ঐক্য এবং সম্প্রীতিরও নিদর্শন'।