'নেতিবাচক রাজনীতিই এখন কংগ্রেসের ভিত্তি। আমরা জনতার মন চুরি করেছি'। বিহারে বিরাট জয়লাভের পর ভোটচুরি নিয়ে নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।