পাকিস্তান যদি জঙ্গিদের মদত বা প্রশ্রয় দেয় তাহলে ভারত তার যোগ্য জবাব দেবে। এবার ভারত জবাব দেবে নিজেদের শর্তে। আদমপুর এয়ারবেস থেকে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।