যত দিন যাচ্ছে ততই মাখানা খাওয়ার প্রবণতা বাড়ছে। আট থেকে আশি সব বয়সের মানুষের কাছেই প্রিয় খাবার হয়ে উঠছে মাখানা। এই মাখানা রোজ খান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মাখানা-কে সুপার ফুড বললেন তিনি। চলতি বছর বিধানসভা ভোট বিহারে। সেখানকার ভাগলপুরে সোমবার একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, গোটা দেশের একটা বড় অংশের মানুষ ব্রেকফাস্টে মাখনা খান। এই জনসভার আগে প্রধানমন্ত্রী মোদীকে মাখনার মালা উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের দেশের বিভিন্ন শহরে এখন মাখনার চল শুরু হয়েছে। সকালে অনেকে মাখানা খান। বছরে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন আমি মাখনা খাই। এটা সুপারফুড।'