বন্দে মাতরতম, জাতীয় গীত লেখার ১৫০ বছর পূর্ণ হল। শুক্রবার পুরো বন্দে মাতরতম গাওয়া হল। অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন, ১৯৩৭ সালে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছিল।