নতুন সংসদ ভবনে সাড়ে ন হাজার কেজির ব্রোঞ্জের অশোক স্তম্ভের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের ছাদে এই অশোক স্তম্ভ উন্মোচন করেন তিনি। এই ব্রোঞ্জের অশোক স্তম্ভটি ৬.৫ মিটা উচ্চতার। অশোক স্তম্ভটিকে যে ফ্রেমটি সাপোর্ট দিচ্ছে তার ওজন সাড়ে ৬ হাজার কেজি। বর্তমান সংসদ ভবনের কাছেই তৈরি হচ্ছে এই নতুন সংসদ ভবন। সেই সংসদ ভবনের মাথায় বসানো হয়েছে দেশের জাতীয় প্রতীক এই অশোক স্তম্ভ।