দক্ষিণ ভারতে মহাধুমধামের সঙ্গে পালিত হচ্ছে পোঙ্গল উৎসব। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পালিত হচ্ছে ফসলের উৎসব পোঙ্গল। পোঙ্গল সাধারণত ১৩ থেকে ১৬ জানুয়ারির মধ্যে পালিত হয়। চারটি দিন - ভোগী পোঙ্গল, থাই পোঙ্গল, মাত্তু পোঙ্গল এবং কানুম পোঙ্গল - তাদের আলাদা তাৎপর্য রয়েছে। ১৪ জানুয়ারী থাই পোঙ্গল মকর সংক্রান্তির সঙ্গে মিলে যায়, ফসল কাটার উৎসব যা ভারত জুড়ে বিভিন্ন আঞ্চলিক নামে পালিত হয়।