ইতিহাসের পাতায় নাম তুলেছে ভারতের চন্দ্রযান 3। গোটা বিশ্বকেই চাঁদ নিয়ে এখন নতুন নতুন তথ্য় সামনে নিয়ে এসে তাক লাগিয়ে দিচ্ছে ভারত। ইতিমধ্য়েই তার কাজ শুরু করে দিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, সময়ের সঙ্গেই তাল মিলিয়ে ইসরোর কথা মতোই চলছে চন্দ্রযান-3। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। চাঁদে ভোর হতেই ল্যান্ডার থেকে মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান। তার পরেই নিজের কাজ শুরু করে দিয়েছে সে।