বাংলা ও বিহার দু জায়গাতেই ভোটার তালিকায় নাম প্রশান্ত কিশোরের। একই ব্যক্তির কীভাবে দুজায়গায় নাম? দায় নির্বাচন কমিশনের দিকে ঠেললেন প্রশান্ত। বললেন, গত তিন বছর ধরে আমি বিহারের ভোটার।