বিহারে ভোটে হেরে এবার জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর নীতীশ কুমার সরকারের নির্বাচন প্রতিশ্রুতিকে টার্গেট করছেন। তিনি স্পষ্ট জানাচ্ছেন, এনডিএ সরকার যদি সত্যিই ১.৫ কোটি মহিলাকে স্বনির্ভরতার প্রকল্পে প্রতি জনকে ২ লক্ষ টাকা করে দেয়, তাহলে তিনি রাজনীতিই শুধু নয়, বিহারই ছেড়ে চলে যাব। প্রেস কনফারেন্সে কিশোর বলেন, এই প্রতিশ্রুতি এতই বড় যে তা বাস্তবে করা সম্ভব কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে। কিশোরের বক্তব্য, যদি নীতীশ সরকার ১.৫ কোটি মহিলাকে ২ লক্ষ টাকা দেয়, আমি শুধু রাজনীতি নয়, বিহারও ছেড়ে দেব। এত বিশাল অঙ্কের টাকা এত মানুষকে দেওয়ার নজির দেশে নেই। তাই তিনি মনে করেন, সরকার মহিলাদের নাম করে ভোট টানতেই এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এনডিএ-র তরফে এখনও পর্যন্ত কিশোরের এই চ্যালেঞ্জের সরাসরি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।