প্রয়াগরাজের মহাকুম্ভে দেখা মিলল'ধানওয়ালে বাবা'র। নিজের মাথাতেই ধান চাষ করেছেন সন্ন্যাসী অমরজিৎ সিং। থাকেন উত্তর প্রদেশের সোনভদ্রে। নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন এই সন্ন্যাসী। উদ্দেশ্য, সবুজ পৃথিবীর বার্তা দেওয়া।