মহাকুম্ভে আসা অনেক সাধু এসেছেন। অনেক সাধু নজর কেড়েছে মিডিয়ার। কেউ মাথায় রুদ্রাক্ষ জড়িয়ে আছেন আবার কেউ মাথায় ধান গাছ নিয়ে ঘুরছেন। এরকম আরেক সাধু নজর কেড়েছে। রমেশ কুমার মাঞ্জি ওরফে কাঁটা বাবা। কাঁটার উপর তিনি শুয়ে থাকে। তিনি বলন, "এটা সবই ঈশ্বরের মহিমা যা আমাকে এটা করতে সাহায্য করে, আমি গত ৪০-৫০ বছর ধরে প্রতি বছর এটা করে আসছি। আমি এটা করি কারণ এটা আমার শরীরের উপকার হয়। এটা আমাকে কখনো কষ্ট দেয় না। আমি যে 'দক্ষিণা' পাই তার অর্ধেক দান করি এবং বাকিটা আমার খরচ মেটাতে ব্যবহার করি