যুদ্ধবিমান সুখোইয়ের পর এবার সাবমেরিন, ৬৭ বছর বয়সে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন কর্নাটকের কারওয়ার নৌঘাঁটি থেকে কালভারি বিভাগের সাবমেরিন আইএনএস ভাগশিরতে সমুদ্রযাত্রা করেন রাষ্ট্রপতি মুর্মু। এদিন তাঁর সফরসঙ্গী ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও।