২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ১২৬তম 'মন কি বাত' অনুষ্ঠানে প্রয়াত অসমীয়া গায়ক জুবীন গর্গকে আবেগঘন শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী জুবিনকে 'কোহিনূর, অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন' হিসেবে অভিহিত করেন। এবং নিশ্চিত করেন যে, তাঁর সঙ্গীত ও চেতনা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।