'মহিলাদের উপর অত্যাচার যারা করছে, তাদের কড়া শাস্তি দেওয়া উচিত। এজন্য আইনকে আরও কঠোর করছে আমাদের সরকার'। রবিবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,'আগে সময়মতো এফআইআর হত না, দীর্ঘসময় ধরে চলত শুনানি- এই ধরনের বাধাকে দূর করে দিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ঘরে বসেই ই-এফআইআর দায়ের করতে পারেন নির্যাতিতারা। নাবালিকদের উপর যৌন অত্যাচার সংক্রান্ত অপরাধে ফাঁসি ও যাবজ্জীবন সাজার মতো শাস্তির বিধান রয়েছে'