বাংলাদেশে উত্তেজনার আঁচ এসে পড়েছে ভারতেও। দু’দেশের সম্পর্কের টানাপড়েনের আরও সপ্তমে চড়ে বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর। ভারতে তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ চলছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের জেরে উত্তেজনা, ভাঙল ব্যারিকেড। লাঠিচার্জ পুলিশের। জম্মু কোর্টের বাইরেও চলছে এই ইস্যুতে বিক্ষোভ। চরম বিক্ষোভ কলকাতাতেও।