পুরীর রথে আবারও দুর্ঘটনা। রথ থেকে ভগবান বলরামের মূর্তি পড়ে বিপত্তি। চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ওড়িশার পুরীতে রথযাত্রার পরে একটি অনুষ্ঠান চলাকালীন ভগবান বলভদ্রের মূর্তি সিঁড়ি থেকে নামাতে গিয়ে সেবাইতদের ওপর পড়ে যায়। কমপক্ষে আটজন আহত হন বলে এখনও পর্যন্ত খবর। মঙ্গলবার সন্ধেয় তিনটি রথ থেকে গুন্ডিচা মন্দিরের আড়াপা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অন্যান্য আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরে, 'পাহান্ডি' শুরু হয়, যেখানে জগন্নাথ-শুভদ্রা-বলরামের মূর্তি মৃদুভাবে দোলান সেবাইতরা। এভাবে তারা আড়াপা মণ্ডপে নিয়ে যান। সেখানে যখন তারা তাঁর রথ, তালধ্বজ থেকে ভগবান বলভদ্রের মূর্তিটি নিয়ে যাচ্ছিলেন, তখন মূর্তিটি রথের অস্থায়ী ঢালু জায়গায় পিছলে গিয়ে তাদের ওপর পড়ে।