'ছত্তিসগঢ় থেকে ওডিশা, একটাই নাম চর্চায়। তা হল আদানি। আদানিজি ওডিশার সরকার চালান। ওডিশায় জগন্নাথযাত্রার রথ বের হয়, লাখো লোক পিছনে চলে। তারপর নাটক হয়। আডানি ও তাঁর পরিবারের জন্য থামানো হল রথ'। অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।