'আরএসএস-বিজেপির ভাষায় কথা বলছে নির্বাচন কমিশন। এই সংস্থা কোনও রাজনৈতিক দল নয়, তাদের দায়িত্ব সংবিধানের রক্ষা করা'। জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মমতার সুরই শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে। বিহারে তিনি বলেন,'লোকসভার পর বিধানসভায় ১ কোটি নতুন ভোটার যোগ করা হয়েছে। এত ভোটার কোথা থেকে এল? এরা কারা? যেখানে যেখানে ভোট বেড়েছে সেখানে বিজেপি জিতেছে। মহারাষ্ট্রের নির্বাচন চুরি করে জিতেছিল। সেভাবেই বিহারের ভোটেও চুরি করে জেতার চেষ্টা করছে বিজেপি'।