মহারাষ্ট্রের বিধানসভা ভোটকে ঘিরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বৈরথ সামনে এল। সোমবার, ১৮ নভেম্বর, এক জনসভায় প্রধানমন্ত্রী মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগানকে নিশানা করেছেন রাহুল। সভায় দুটি পোস্টার দেখান রাহুল। একটি পোস্টারে রয়েছে মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ছবি। পোস্টারে ক্যাপশন রয়েছে 'এক হ্যায় তো সেফ হ্যায়'। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে আদানির ধারাবি পুনর্গঠনের ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে ধারাবি পুনর্গঠনের দায়িত্বে থাকা আদানি গোষ্ঠীকেই বিঁধেছেন রাহুল। মোদির সঙ্গে আদানির ছবিতে এক হ্যায় তো সেফ হ্যায় এই স্লোগানের মাধ্যমে রাহুল বলতে চান মোদি ও আদানি যতদিন তাঁরা একসঙঅগে রয়েছেন ততদিন তাঁরা সেফ রয়েছেন।