অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূমিকার সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার লোকসভায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিঁদুর অভিযান নিয়ে বক্তৃতা করতে গিয়ে রাহুল বলেছেন, মাত্র ৩০ মিনিটেই কেন্দ্র আত্মসমর্পণ করেছে। বলেছেন, 'আপনারা সরাসরি পাকিস্তানকে আপনাদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন যে, আপনাদের লড়াই করার রাজনৈতিক সদিচ্ছা নেই। আপনারা লড়াই করতেই চাননি...৩০ মিনিটে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ।'