'মহারাষ্ট্রে চুরি করেছিল এরা। নির্বাচন কমিশনকে বলেছিলাম, ভোটার তালিকা দেখান। দেখায়নি। কর্নাটকে গবেষণা করেছি, সেখানেও চুরি ধরেছি। এবার বিহারের পুরো প্রক্রিয়া নতুন করে তৈরি করতে চাইছে। ভারতে নির্বাচন চুরি করা হচ্ছে। এটাই বাস্তবতা'। ফের তোপ দাগলেন রাহুল গান্ধী।