বিজেপির লোকেদের থেকে হলফনামা চায়নি নির্বাচন কমিশন। ওদেরই তথ্য। অথচ আমার থেকে চাইছে হলফনামা। নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের আগেই তোপ দাগলেন রাহুল গান্ধী। আর একবার ভোটচুরির অভিযোগ করে তাঁর মন্তব্য,'লোকসভা এবং বিধানসভা ভোটে চুরি করা হচ্ছে। বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, নতুন ভোটার যোগ করে জিততে চাইছে। আমরা ওদের চুরি করতে দেব না'।