লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন, 'রাজনাথ সিং গতকাল ১৯৭১ ও অপারেশন সিঁদুরের তুলনা টানলেন। ১৯৭১ সালে রাজনৈতিক ইচ্ছেশক্তি ছিল সেই সময়ের প্রধানমন্ত্রীর। জেনারেল মানিক স বলেছিলেন, এত গরমে পারব না, ৬ মাস লাগবে। ইন্দিরা গান্ধী বলেছিলেন, আপনি সম্পূর্ণ স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিন। ১ লক্ষ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। নতুন দেশ বাংলাদেশ গড়ে উঠেছিল। রাজনাথ সিং বললেন, অপারেশন সিঁদুর ২২ মিনিট ধরে চলেছিল। ১টা ৩৫ মিনিটে আমরা পাকিস্তানকে ফোন করেছিলাম। আমরা ওদের বলেছিলাম, আমরা শুধু মাত্র জঙ্গিঘাঁটি টার্গেট করেছি। আমরা কোনও রকম অশান্তি চাইছি না। অপারেশন সিঁদুরের রাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ফোন করে বলছেন, সংঘর্ষ বিরতি চাইছি। আপনি সরাসরি নিজেদের রাজনৈতিক ইচ্ছে বলে দিলেন পাকিস্তানকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ৩০ মিনিটে আত্মসমর্পণ করে দিলেন। উনি আরও বলেছেন, উনি পাকিস্তানকে বলেছিলেন, আপনাদের কোনও সেনা পরিকাঠামোয় হামলা চালাব না। আপনি বায়ুসেনার হাত-পা বেঁধে দিলেন।'