রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিমানের জরুরি অবতরণ ভোপালে। বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের বৈঠকের পর দিল্লি ফিরছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। তবে বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তার জেরেই বিমানের জরুরি অবতরণ করানো হয় ভোপালে। ভোপালের আবহাওয়াও খারাপ। তাই ভোপাল বিমানবন্দরের VIP লাউঞ্জে অপেক্ষা করেন তাঁরা। রাত ৯ টা ৩০ মিনিটে ইন্ডিগো বিমানে চেপে দিল্লি ফেরেন তাঁরা। সূত্রের খবর, ড্যাসল্ট ফ্যালকন ২০০০ বিমানে ছিলেন রাহুল ও সনিয়া। একটি সূত্র বলছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, সেই কারণেই চালক বিমানটি ভোপালের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভোপালে বিমানটি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।