51 ঘন্টা পর যুদ্ধ শেষ হল। বালেশ্বরের রেলপথে আবার গড়াল ট্রেনের চাকা। দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন রেলমন্ত্রী। ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। 51 ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল শুরু হল। ট্রেন চলল বাহানাগা দিয়ে। রবিবার রাতেই বালেশ্বর ডাউন লাইনে চলল ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে অভিশপ্ত লাইনের উপর দিয়ে ফের গড়াল রেলের চাকা। তবে এদিন যাত্রীবাহী ট্রেন নয়, পরীক্ষামূলকভাবে চালানো হয় মালগাড়ি। ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনও প্রস্তুত হয়ে গিয়েছে। রাতের দিকে আপ লাইনেও সফল ট্রায়াল রান হয়।