ভারতে দৌড়বে বুলেট ট্রেন। এ খবর তো সকলের জানা। প্রথম রুট, মুম্বই থেকে আমদাবাদ। কয়েক বছর ধরে কাজ চলছে। কিন্তু কবে বুলেট ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হবে? দিনক্ষণ বলে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানালেন ২০২৭ সালের ১৫ অগাস্ট থেকে চলবে বুলেট ট্রেন।