সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে পাকিস্তান। রাজরৌতে একের পর এক বাড়িতে গোলাগুলি ছুড়েছে পাক সেনা। ভেঙে গিয়েছে বাড়ির দরজা, জানলার কাচ। জায়গায় জায়গায় গোলার চিহ্ন। দেখুন রাজরৌরির গ্রাউন্ড রিপোর্ট।