আগামী ২২ তারিখ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান রামের। সেই উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই নানান সামগ্রী আসতে শুরু করেছে অযোধ্যায়। অযোধ্যায় বেনারস এবং গুজরাতের শিল্পীদের যৌথ প্রচেষ্টায় দেশি ঘি দিয়ে তৈরি করা হচ্ছে লাড্ডু। যা প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসর্গ করা হবে ভগবান রামচন্দ্রকে। দেখুন লাড্ডু তৈরির সেই ভিডিও।