৭৭তম প্রজাতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এবং গগনযানের মহাকাশচারী শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরষ্কার, অশোক চক্র প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি শুভাংশু শুক্লাকে অশোক চক্রে ভূষিত করেন। ২০২৫ সালের জুনে ১৮ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছিলেন শুভাংশু। তিনি ছিলেন নাসার- অ্যাক্সিওম-৪ ক্রুর একজন গুরুত্বপূর্ণ সদস্য, যার ফলে তিনি মহাকাশে যাওয়া দ্বিতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়।