দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, নির্যাতিতার জন্মদিনে প্রয়াগরাজে সপরিবার পুণ্যস্নানের পর তাঁর স্মৃতি তর্পণ করেন এবং নির্যাতিতার স্মৃতিতে দুই মেয়ের সঙ্গে বৃক্ষরোপন করেন তিনি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নির্যাতিতার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করেন। তিনি বলেন, তাঁর জন্মদিনে শোকসন্তপ্ত বাবা-মাকে আমি আশ্বস্ত করতে চাই, ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলতে থাকবে।