লাদাখ অঞ্চলে তাপমাত্রা বেড়ে চলেছে। ফলে দ্রুত গলে যাচ্ছে হিমবাহ। আইএমডি ডিরেক্টর সোনম লোটাস বলেছেন, "তাপমাত্রার তীব্র বৃদ্ধি, তাও লাদাখে, সত্যিই উদ্বেগের বিষয়। তবে তিনি বলেন, লাদাখ ঠাণ্ডার জায়গা হলেও, সবসময়ই ঠাণ্ডা থাকে না। এখানে গ্রীষ্মকালে গরমও পড়ে। গরম পড়লে বরফ গলে হঠাৎ বন্যার ঘটনাও ঘটতে পারে। সেজন্য সাবধান থাকতে হবে। তবে হিমবাহ যেভাবে গলছে তাতে চিন্তা আছে।