শহর কলকাতার এখন লাইফ লাইন মেট্রো। এবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত করা হল ট্রায়াল রান। একটি রেক পৌঁছায়। এরপর ফেরার পথে হয় স্পিড ট্রায়াল। স্পিড ট্রায়াল হল সর্বোচ্চ কত স্পিডে ওই লাইনে গাড়ি চালানো যায়, সেটা দেখার। আশি কিলোমিটার সর্বোচ্চ স্পিডে ছোটে গাড়িটি। এই দূরত্ব জানেন মাত্র আট মিনিটে অতিক্রম করা হয়। যদিও কোথাও তখন মেট্রোটি দাঁড়ায়নি। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এই অরেঞ্জ লাইন আমার আপনার জন্য খুব তাড়াতাড়ি খোলা হবে। জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তিনি জানিয়েছেন ডিসেম্বর থেকেই এই অরেঞ্জ লাইন খুলে দেওয়া হবে। 2026-র মধ্যে অরেঞ্জ লাইনকে সিটি সেন্টার টু পর্যন্ত সম্প্রসারিত করা হবে বলেও জানান তিনি। এই ট্রায়াল রানে পি উদয়কুমারের সঙ্গে ছিলেন, কলকাতা মেট্রোরেলের বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক এবং এই লাইন নির্মাণের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের লোকজন।