প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ। ইতিমধ্যে শহরে আসতে শুরু করে দিয়েছে সাধু-সন্ন্যাসীরা। এরকই এক সাধুর দেখা পাওয়া গেল। যার মাথায় রয়েছে প্রচুর রুদ্রাক্ষ। সবাই তাঁকে বলছেন 'রুদ্রাক্ষ ওয়ালা বাবা'। গীতানন্দ গিরি মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে রয়েছেন। তিনি বলেন, 'এটি তার ১২ বছরের তপস্যা। তিনি বলেন, 'রুদ্রাক্ষ' ভগবান শিবের প্রিয়, আমি এলাহাবাদ অর্ধ কুম্ভ মেলা থেকে শুরু করেছিলাম এবং এটি আসন্ন অর্ধ কুম্ভ মেলায় শেষ হবে। আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে ১১ কেজি ওজন ছিল, আজ তার ওজন ৪৫ কেজি, আমি ১ লক্ষ ২৫ হাজার 'রুদ্রাক্ষ'-এর জন্য শপথ নিয়েছিলাম।'