লোকসভায় দাঁড়িয়ে সায়নী ঘোষ বলেন, 'আপনারা বাংলাকে অপমান করেন, বাংলা ভাষাকে অসম্মান করেন। কালই ভোট করুন। একদিকে আপনি, আপনার কাঁড়ি কাঁড়ি টাকা আর কেন্দ্রীয় এজেন্সির টাকা। আর অন্যদিকে, হাওয়াই চটি বাংলার মেয়ে মমতা। আমরাও দেখে নেব।'