'মেরা কুছ সামান' আরডি বর্মণকে শুনিয়েছিলেন গীতিকার গুলজার। পছন্দ হয়নি পঞ্চমের। রেগে বলেছিলেন,'এতে তো ছন্দ নেই'। আশাজি গুনগুন করেছিলেন গান। এভাবে তৈরি হল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা গান। সাহিত্য আজতকের মঞ্চে অজানা কথা শেয়ার করলেন গুলজার।