প্রয়াগরাজে মিলে গেল রাশিয়া-ইউক্রেন। দুই দেশের যুদ্ধ চললেও, মহাকুম্ভে একসঙ্গে কীর্তন করতে দেখা গেল রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দাদের। প্রয়াগরাজে মহাকুম্ভে দেখা গেল, কীর্তনের আসরে একসঙ্গে গাইছেন রাশিয়া ও ইউক্রেনের ভক্তরা। সকলেই দীক্ষা নিয়েছেন হিন্দু ধর্মে।