মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির প্রতি তীব্র সমালোচনা করেন। তিনি নাম উল্লেখ না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেন, "যারা সংবিধান পকেটে নিয়ে ঘোরেন, তাঁদের হয়তো জানা নেই যে, তাঁদের সিদ্ধান্ত মুসলিম মহিলাদের নরকে ঠেলে দিয়েছে। আর আমরা তিন তালাক নিয়ে ভাবনা করছি।"