উত্তরপ্রদেশের শাহজাহানপুরের মর্মান্তিক ঘটনা। এক দলিত সবজি বিক্রেতাকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হল। সবজি বিক্রি করার সময় ভুল করে পাশের একটি গ্রামে ঢুকে পড়েছিলেন। স্থানীয়রা তাঁকে থামিয়ে জাত জিজ্ঞেস করে। জানতে চাওয়া হয়, ঠাকুর নাকি জাটভ। ভয়ে নিজেকে বাঁচানোর চেষ্টায় "ঠাকুর" বলে উত্তর দেয়। কিন্তু আক্রমণকারীরা তাঁর উপর চড়াও হয়।