'মৃত অর্থনীতি'। ভারতকে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যের অনুরণন শোনা গিয়েছিল রাহুল গান্ধীর কথাতেও। কিন্তু রাহুলের মতের শরিক নন তাঁরই দলের সাংসদ শশী থারুর। তাঁর কথায়,'নিজের দলের নেতাকে নিয়ে কিছু বলতে চাই না। ওঁর নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে'।