সাপ ধরতে গিয়ে কোবরার ছোবল খেলেন গজেন্দ্র সিং মণ্ডলী নামে এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে সাপ ধারার কৌশল আয়ত্ত করেছেন। এবং বহুদিন ধরেই বহু বিষধর সাপও ধরেছেন। কিন্তু কোবরার ছোবল খেয়ে প্রথমে রীতিমতো হকচকিয়ে যান গজেন্দ্র সিং। কিন্তু কোনও ভাবেই ভয় না পেয়ে ফের কোবরাকে বাগে নিয়ে আসেন তিনি। এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালিতে। ওই এলাকায় একটি বাড়িতে সাপ ঢুকে যায়। সঙ্গে সঙ্গে গজেন্দ্রর সঙ্গে যোগাযোগ করেন বাড়ির বাসিন্দারা। তিনিও ঘটনাস্থলে গিয়ে সাপটিকে সিঁড়ির নীচ থেকে খুঁজে বের করে একটি খুঁজে বের করে একটি বোর্ড দিয়ে আটকানোর চেষ্টা করে। সাপটিকে যব্ধ করার আগেই রীতিমতো ওই বিষধর কালো কোবরা তাকে কামড়ে দেয়। এই ঘটনার ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সাপটি আয়ত্তে করার আগেই সাপটির থেকে নজর সরতেই সেটি তাঁর হাতে কামড়ে দেয়। তবে এরপরেই কোনও ভাবেই পিছিয়ে যাননি তিনি। সাপটিকে ধরেই ক্ষান্ত হন গজেন্দ্র সিং। কোবরাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে গজেন্দ্র সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাপটিকে ধরার জন্য উপযুক্ত ব্যবস্থা নেননি বলেই মনে করছেন অনেকেই। ওই ব্যক্তির সুস্থতা কামনা করছেন সবাই।