শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে জেলার স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রয়েছেন বিশ্বজিৎ দাসই। জেলা চেয়ারম্যান শ্যামল রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন মমতা ঠাকুর। পদ হারাতেই বিস্ফোরক সদ্য প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলেন,'আমি লবি-বাজির শিকার, কাঠিবাজির শিকার'।