সোমবার সাংবাদিক সম্মেলন করলেন মুখ্য নির্বাচন কমিশনার। আর তার মাধ্যমেই SIR এর দামামা বেজে গেল রাজ্যে। কিন্তু এই SIR নিয়ে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। SIR এ কাদের নথি লাগবে? কাদের লাগবে না? নথি লাগলেই বা কী কী গ্রহণ করা হবে? সব তথ্য জেনে নিন।