রেল এবং বিতর্ক এখনও যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রথমত রেলের প্রায় দুর্ঘটনা খবর যেমন শিরোনামে জায়গা পেয়েছিল তেমনই একের পর এক বিতর্কে সময় যেন খবরে জায়গা করে নিয়েছে রেল। এবার যা হল তা সব কিছুকেই চাপিয়ে গেল। এবার এখন চলন্ত ট্রেনে সাপের উপদ্রব। যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে রেলের। ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসের এবার দেখুন কেমন সাপের উপদ্রুব। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রেলের যাত্রী সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেই গেল।